খানজাহান আলী থানায় জামায়াত নেতা হাসান মাহামুদ টিটো গ্রেফতার

528

কেএমপি’র খানজাহান আলী থানা পুলিশ নাশকতা মামলার আসামী হাসান মাহামুদ টিটো কে গ্রেফতার করে। জানাযায়, সম্প্রতি খানজাহান আলী থানায় দায়েরকৃত একটি  নাশকতা মামলায় জামায়াতে ইসলামী খানজাহান আলী থানার আমীর ডা: সৈয়দ হাসান মাহামুদ টিটো অভিযুক্ত হন। ফলে আজ সোমবার দুপুর দেড়টার দিকে  পুলিশ গ্রেফতার করে বলে তথ্য পাওয়াযায়।