এম হুসাইন সাব্বির, খানজাহান আলী থানাপ্রতিনিধি
আজ রোববার রাত ১০ দিকে খুলনার শিরোমনী বাদামতলা নামক স্থানে সড়ক দূঘর্টনায় এক কলেজ ছাত্র নিহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনাগামী হানিফ পরিবহন রং সাইডে এসে সাইকেলে আসা শাকিল আহমেদ (১৬) কে ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা মূমর্ষবস্থায় শাকিলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করে। তবে পথমধ্যে শাকিল মারা যায়।
জানাযায় , নিহত শাকিল গিলাতলা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি পিরোজপুর। সে শিরোমনি পূর্ব পাড়া এক মেসে থেকে পড়াশুনা করত বলে স্থানীয় সূত্রে প্রকাশ।