আওয়ামী লীগ ও শেখ হাসিনার সরকার ছাড়া দেশের উন্নয়ন করা সম্ভব নয়

ফকিরহাটের বেতাগায় প্রতিনিধি সভায় জেলা পরিষদ চেয়ারম্যান-টুকু

452

ফকিরহাট থানা প্রতিনিধি ঃ
বাগেরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু বলেছেন,আওয়ামী লীগ ও শেখ হাসিনার সরকার ছাড়া দেশের উন্নয়ন করা সম্ভব নয়। তিনি গতকাল রবিবার সকালে ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের উৎদ্যোগে ফুটবল মাঠে দিনব্যাপী তৃনমূলে প্রতিনিধি সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তিনি বলেন বর্তমান সরকারের সকল উন্নয়ন ও কর্মপরিকল্পনা এবং কি কি বাস্তবায়ন হয়েছে তা জনগনের দোরগোড়াই পৌছে দিতে হবে। তিনি দলীয় নেতাকর্মিদের উদ্দেশ্যকরেআরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকারের যে সহযোগীতা জনগন পাচ্ছেন তা আমাদেরকে তৃনমূলে ছড়িয়ে দিয়ে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট বৃদ্ধির জন্য সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান। ইউনিয়ন আঃলীগের সভাপতি দুলাল চন্দ্র দাশের সভাপতিত্বে উদ্ভোধন করেন, উপজেলা আঃলীগের সভাপতি স্বপন দাশ, প্রধান বক্তা ছিলেন,সাধারন সম্পাদক শিরিনা আক্তার। ইউনিয়ন আঃলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, উপজেলা আঃলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মুনসুর আলী, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক ও যুগ্ন-সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আঃলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ হিটলার গোলদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার আমিনুর রশিদ মুক্তি, যুবলীগের আহবায়ক আলহাজ¦ ওয়াহিদুজ্জামান বাবু, উপজেলা কৃষকলীগের আহবায়ক খাঁন শামীম জামান পলাশ, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শেখ ইমরুল হাসান, শ্রমিকলীগের সভাপতি সিরাজুল ইসলাম,বেতাগা ইউনিয়ন আঃলীগের সাধারন সম্পাদক মোঃ ইউনুস আলী শেখ, লখপুর ইউনিয়ন আঃলীগের সাধারন সম্পাদক এমডি সেলিম রেজা, পিলজংগ ইউনিয়ন আঃলীগের সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন টুটুল, সদর ইউনিয়ন আঃলীগের সভাপতি সমারেশ রায় চৌধুরী, নলধা-মৌভোগ ইউনিয়ন আঃলীগের সাধারন সম্পাদক মোঃ জাহাংগীর হোসেন, মুলঘর ইউনিয়ন আঃলীগের সভ্পাতি আবুবক্কার আবু ওশুভদিয়া ইউনিয়ন আঃলীগের সভ্পাতি মোঃ ফারুকুল ইসলাম ওমর। এসময় বেতাগা ইউনিয়ন আঃলীগের পূনাঙ্গ কমিটির সকল সদস্য ৯টি ওয়ার্ডের সকল সহযোগী সংগঠনের সভাপতি/সম্পাদক বৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য আগামী একাদশতম জাতিয় সংসদ নির্বাচন-কে কেন্দ্র করে সরকারের উন্নয়ন ও কর্মপরিকল্পনা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষে তৃনমূলে প্রতিনিধি সভার সুচনা এই সর্ব প্রথম বেতাগা ইউনিয়ন হতে শুরু হয়েছে। পর্যায়ক্রমে আগামী একাদশতম জাতিয় সংসদনির্বাচন পর্যান্ত উপজেলা প্রতিটি ইউনিয়নে অব্যাহত থাকবে বলে দলীয় সুত্রে জানা গেছে। ###