17 C
Dhaka
Wednesday, December 11, 2024
Home বিনোদন শাহারুখ খানের বিরুদ্ধে মামলা

শাহারুখ খানের বিরুদ্ধে মামলা

461
ট্রেলার মুক্তির পরই আলোচনায় রয়েছে শাহরুখ খান অভিনীত নতুন ছবি ‘জিরো’। এরইমধ্যে এই ছবির ট্রেলারে মজেছেন দর্শকও। শাহরুখ ভক্তরাতো অপেক্ষায় আছেন ছবিটি মুক্তির। সব মিলিয়ে এরইমধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতুহল সৃষ্টি করেছে ‘জিরো’।  কিন্তু, ছবির পোস্টার নাকি শিখ ধর্মাবেগে আঘাত করেছে। আর এই অভিযোগ তুলে শাহরুখ খানের বিরুদ্ধে মামলা করেছে দিল্লি অকালি দলের সদস্য মঞ্জিদার সিং সিরসা।
এছাড়াও ‘জিরো’র পোস্টার নিয়ে ক্ষোভপ্রকাশ করেছে দিল্লির শিখ গুরুদুয়ারা প্রবন্ধক কমিটি সহ অন্যান্য শিখ সংগঠনগুলি। সম্প্রতি ক্যাটরিনা কাইফ ‘জিরো’র একটি  পোস্টার শেয়ার করেছেন। সেই পোস্টারে টাকার মালা পড়ে রয়েছেন শাহরুখ।

তার হাতে রয়েছে কৃপান। দিল্লির শিখ গুরুদুয়ারা প্রবন্ধক কমিটি একটি চিঠিতে বলেছে, এমন বিষয়টি মেনে নিতে নারাজ তারা। এমন ঘটনা তারা বরদাস্তও করবে না। যদিও এই ঘটনায় ছবির নির্মাতা কিংবা শাহরুখের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া এখনও মিলেনি।