ভৈরব নদীতে কার্গো ডুবি

422

এম হুসাইন সাব্বির, খানজাহান আলী থানা প্রতিনিধি

খুলনার খানজাহান আলী থানাধীন গিলাতলা ভৈরব নদীর ত্রিমোহনীতে মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে এম ভি মির্জাগঞ্জ ১৬০ টন সার নিয়ে যাওয়ার পথে নদীতে ডুবে গেছে। কার্গোটির নয় কর্মচারী নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়েছে। ঘটনার পর বিআইডাব্লিউটিএ’র উর্দ্ধতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানাগেছে, মির্জাগঞ্জ বার্জ কার্গোটি মঙ্গলবার সকাল ৬টায় ১৬০ টন এম ও পি পটাশ সার মংলা থেকে লোড দিয়ে নওয়াপাড়ার উদ্দেশ্যে ছেড়ে আসছিল। রাত পোনে ১১টার দিকে গিলাতলা নদীর ত্রিমহোনীর কাছে নদী খননকারী ড্রেজার মেশিনের বালু কাটার কাটারের ধারালো ব্লেডে সার বোঝাই মির্জাগঞ্জ বার্জের তলা ফেটে মুহুর্তের মধ্যে পানিতে তলিয়ে যায়। এ সময় কার্গোর ৯ জন কর্মচারীকে আশপাশের লোকজন নৌকায় করে উদ্ধার করে।