রাজশাহী নগরীর পরিচ্ছন্নতায় ঝাড়ু হাতে রাস্তায় নেমেছেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার দুপুরে নগরীর সাহেববাজার বড় মসজিদের সামনের সড়কে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন মেয়র।
এর আগে নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও ডাস্টবিন বিতরণের উদ্বোধন করেন খায়রুজ্জামান লিটন। পরে ময়লা সরাতে তিনি পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে নেমে পড়েন। এই কার্যক্রমে প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ রজব আলী ও প্যানেল মেয়র-৩ তাহেরা বেগম মিলিসহ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও অংশ নেন।
নগরীর সাহেব বাজার বড় মসজিদের সামনে থেকে আরডিএ মার্কেট পর্যন্ত মহাসড়ক পরিচ্ছন্নতায় অংশ নেন তারা। এ সময় ওই এলাকার ১০জন ব্যবসায়ীকে ডাস্টবিন প্রদান করা হয়।
নগর পরিচ্ছন্নতায় সবার অংশগ্রহণ চেয়ে খায়রুজ্জামান লিটন বলেন, নগরীর পরিচ্ছন্নতায় রাসিকের কর্মীরা নিরসলভাবে কাজ করছেন। তাদের একার পক্ষে নগর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। এ কাজে সবারই সহায়তা দরকার।
ব্যবসায়ীদের ময়লা-আবর্জনা ডাস্টবিনে ফেলার আহ্বান জানান মেয়র লিটন। তিনি বলেন, প্রথমধাপে শহরের ১২ হাজার ব্যবসায়ীকে ডাস্টবিন প্রদান করা হবে। এরই অংশ হিসেবে ১০ জন ডাস্টবিন পেলেন। ব্যবসায়ীরা যত্রতত্র ময়লা না ফেলে ডাস্টবিনে ফেলবেন। রাসিকের কর্মীরা সেগুলো নিয়ে যাবে।