খুলনা পিটিসির এসপি ইমামুর রশিদের পদোন্নতিতে সিআইএন টিভির শুভেচ্ছা

580
এম হুসাইন সাব্বির, খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ
গত ৭ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে খুলনার পুলিশ  ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন শাখা )  মো.ইমামুর রশিদকে সুপারেন্টেড অব পুলিশ (এসপি) পদে  পদোন্নতি দেওয়া হয়। তাঁর এ  পদোন্নতিতে বে-সরকারি অনলাইন টেলিভিশন ও নিউজ পোর্টাল সিআইএন টিভি ২৪ এর সম্পাদক ও খুলনা শিল্পাঞ্চল সাংবাদিক ঐক্য সংস্থার সভাপতি মো. আবু হামজা বাঁধন শুভেচ্ছা জানিয়েছেন। আবু হামজা বাঁধন বলেন, এসপি ইমামুর রশিদ দীর্ঘ দিন যাবৎ বাংলাদেশ পুলিশে বিভিন্ন সময়ে গুরত্বপূর্ণ পদে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। খুলনার মা-মাটি ও মানুষের সাথে তাঁর রয়েছে গভীর সখ্যতা। ২০০১ সালের ৩১মে  ইমামুর রশিদ বাংলাদেশ পুলিশে যোগদান করেন। 
উল্লেখ্য, এস পি ইমামকে আরো শুভেচ্ছা জানিয়েছেন সিআইএন টিভি ২৪ এর নির্বাহী সম্পাদক আবু দাউদ ইমরান,  শামছুজ্জামান মন্টু, বদরুজ্জামান খোকা, এস কে মুরাদ, গাজী মাসুম, ইনসাফ আহমেদ পলক,  শেখ ইউনুস আলী, কাজী ইনামুল হক, মো.আলামিন খাঁন, পার্থ প্রতিম পাল,  সনেট বৈরাগী, বাদশা আলম, হান্নান শেখ, ইমরান  মোল্যা। খানজাহান আলী থানা  প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব  শেখ আনছার আলী, সাধারন সম্পাদক  শেখ আসলাম,  মোশারফ হোসেন, মোল্যা মুজিবর রহমান (প্রমুখ)
তথ্যমতে, গত ৭ নভেম্বর ইমামুর রশিদ সহ  মোঃ আসাদুজ্জামানও পুলিশ সুপার পদে পদোন্নতি হয়েছে।