খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‌্যালি

432

এম হুসাইন সাব্বির, খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের “অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড় অংকের উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মকর্তা এবং কর্মচারীদের অংশগ্রহনে আনন্দ র‌্যালি বের হয়। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের উন্নয়ন প্রকল্প ৮৩৮ কোটি ৩৬ লক্ষ ৯৮ হাজার টাকার অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে অক্টোবর ২০১৮ থেকে সেপ্টেম্বর ২০২২ সাল পর্যন্ত। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েল ফেয়ার সেন্টারের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস এবং খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়ীগেটের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড় অংকের উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন