বাঁশদহায় সাহিত্যিক  মোহাম্মদ ওয়াজেদ আলীর সভা

485

 সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃ

সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহায় সাহিত্যিক,কবি, দার্শনিক মোহাম্মদ আলীর ৬৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল আলোচনা সভা সকাল ১০টায় তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে সাহিত্যিকের জীবনী নিয়ে শুরু হয়  আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন জনাব পণ্টু বাসার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ কাজী মোহাম্মদ অলিউল্লাহ। এছাড়া প্রবীণ শিক্ষক অবসরপ্রাপ্ত এনামুল হক। এছাড়া বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার প্রধানগন ও সকল ছাত্র-ছাত্রী এ সময় উপস্থিত ছিলেন। সাহিত্যিক ওয়াজেদ আলী জীবনী নিয়ে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সাতানী ভদড়া স্কুল এন্ড কলেজের ছাত্র আল ইমরান। এবং নৈমেত্তিক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় এর মেধাবী ছাত্রী লামিয়া ইয়াছসিন। বিশেষ পুরস্কার পান সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র দেলোয়ার হোসেন। অনুষ্ঠানের সার্বিক তত্ববধন করেন সোমা পারভীন ও তরুণ সমাজ সেবক রিপোর্টাস ক্লাবের সভাপতি বদরুজ্জামান খোকা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরিফুর রহমান লিটন।