আজীবন জনগনের সেবা করতে চাই: ইউপি সদস্য হাবিবুর রহমান

458

আকাশ বৈরাগী (সনেট), জেলা প্রতিনিধি,বাগেরহাট 

মোংলা পোর্ট পৌর এলাকা বাগেরহাট উপজেলা ০১ নং ওয়ার্ড পরিষদের মেম্বর হাবিবুর রহমান হাওলাদার সিআইএন টিভি২৪কে দেওয়া একান্ত সাক্ষাতকারে বলেন, আজীবন জনগনের সেবা করতে আগ্রহী এবং নিজের সততা ও একান্ত নিষ্ঠার দ্বারা মানুষের কল্যাণে কাজ করে মানুষের মন জয় করতে ইচ্ছুক। তাঁর চিন্তা ও ধ্যান ধারনার মাঝে এলাকার উন্নয়ন ও মানুষের দুঃখ কষ্ট লাঘব করার চেষ্টা করে যাচ্ছেন। এলাকার উন্নয়নের বাগেরহাট জেলা ও মোংলা উপজেলার সবার প্রিয় ,গরীবের বন্ধু এবং এম.পি পদে মনোনয়নের আশাবাদী প্রার্থী চিত্রনায়ক জনাব শাকিল খানের নেতৃত্বে কাজ করতে আগ্রহী বলে তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের কারণে আমাদের বাগেরহাট মোংলা উপজেলায় যে উন্নয়নের জোয়ার চলমান রয়েছে এবং উপজেলার চেয়ারম্যান- এর বিশেষ তৎপরতায় বাগেরহাট মোংলা উপজেলা সহ ০১ নং ওয়ার্ড পোর্ট এলাকার অসংখ্য উন্নয়ন হয়েছে। আগামীতে যদি আওয়ামীলীগ আবারও ক্ষমতায় আসতে পারে তাহলে বিশ্ব দরবারে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। অন্যদিকে আমার ০১নং ওয়ার্ড পোর্ট  এলাকার মানুষ অতীতের যেকোন সময়ের তুলনায় সুখে শান্তিতে বসবাস করতে পারবে এবং জনাব হাবিবুর রহমান হাওলাদার মনে করেন, আমাদের এই বাগেরহাট উপজেলা মোংলা পোর্ট এলাকায় নেতৃত্ব যদি কিছুটা পরিবর্তন হয় তাহলে আশা করা যায়, আমাদের এই মোংলা পোর্ট এলাকা ভবিষ্যতে আরো উন্নত হবে।