গাজীপুরের শ্রীপুরে একটি ঝুটের গুদামে আগুন লেগে তুলা ও রাসায়নিক দ্রব্য পুড়ে গেছে।
রোববার উপজেলার মুলাইদ গ্রামের রঙ্গীলা বাজার এলাকার রনি এন্টারপ্রাইজের গুদামে আগুন লাগে। দুই ঘণ্টার চেষ্টায় শ্রীপুর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের বরাতে শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আল আমিন বলেন, বিকাল ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এই গুদামে আগুন লাগে। এখানে তুলা ছাড়াও বিভিন্ন কারখানার রাসায়নিকের ড্রাম ও কারখানার পরিত্যক্ত মালামাল সংরক্ষণ করা ছিল।
“আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।”
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ওই কর্মকর্তা।