আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫ জন সংসদ সদস্য পদপ্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল খুলনা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা। এ তথ্য নিশ্চিত করেছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এম মাজহারুল ইসলাম।
মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন খুলনা-৫ আসনে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খুলনা-২ তে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, খুলনা-৩ থেকে একই দলের খুলনা মহানগর সভাপতি অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক, খুলনা-৪ তে দলের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা ইউনুছ আহমেদ শেখ ও খুলনা-৬ তে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি গাজী নূর আহমাদ। সূত্র : সময়ের খবর