টেইলর-মুর জুটি ভাঙলেন আরিফুল

396

নিজের প্রথম ওভারেই ব্রেন্ডন টেইলর ও পিটার মুরের ষষ্ঠ উইকেট জুটি (১৩৯) ভেঙে মূল্যবান ব্রেকথ্রু এনে দিলেন আরিফুল হক। মুরকে (৮৩) এলবিডব্লিউ করেন এই পেস বোলিং অলরাউন্ডার। রিভিউ নিয়েও কোনো কাজ হয়নি। আর মিরপুর টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের রান পাহাড়ের জবাবে আবারো ব্যাকফুটে জিম্বাবুয়ে। ৯২ ওভার শেষে দলীয় সংগ্রহ ২৭০/৬। টেইলর ৯৫ রানে ব্যাট করছেন।  দিনের দ্বিতীয় সেশনে ফিরেই পরপর দুই উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়েকে চাপে ফেলে দিয়েছিলেন তাইজুল ইসলাম। তবে বাংলাদেশের চাপের মুখে প্রতিরোধ গড়ে তুলেছেন টেইলর ও পিটার। চা বিরতিতে জিম্বাবুয়ের স্কোর দাঁড়ায় ৭৩ ওভারে ৫ উইকেটে ১৯৫ রান। ৩ উইকেটে ১০০ রান করে প্রথম সেশন শেষ করেছিল জিম্বাবুয়ে। কিন্তু লাঞ্চ থেকে ফিরে দলীয় স্কোরে ৩১ রান যোগ করতেই আরো দুইটি উইকেট হারিয়ে বসে সফরকারীরা। ব্যক্তিগত ১১ রানে তাইজুলের তৃতীয় শিকার হয়ে মাঠ ছাড়েন সিলেট টেস্টে বাংলাদেশকে ভোগানো শন উইলিয়ামস। এরপর রানের খাতা খোলার সুযোগ না দিয়ে রাজাকেও বোল্ড করেন তাইজুল। দলীয় ১৩১ রানে পঞ্চম উইকেট হারায় জিম্বাবুয়ে। তবে ষষ্ঠ উইকেট জুটিতে মুরের সাথে প্রতিরোধ গড়ে তুলেছেন টেইলর। এরই মধ্যে হাফ সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। অর্ধ শতকের পথে আছেন মুরও। দলীয় স্কোরে এ পর্যন্ত ৬৪ রান যোগ করেছে এই জুটি। বাংলাদেশের হয়ে ৬৭ রানে ৪ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। এছাড়া মেহেদী হাসান মিরাজ নিয়েছেন একটি উইকেট।