নিজের জন্য মনোনয়ন ফরম কিনলেন যশোর-৪ আসনের সাবেক হুইপ শেখ আব্দুল ওহাব

578

স্টাফ রিপোর্টার :
আগামী সংসদ নির্বাচন করার লক্ষ্যে যশোর-৪ আসনের (বাঘারপাড়া, অভয়নগর) নৌকা মার্কা প্রতীকে নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম কিনেছেন সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব। জানা যায় তিনি (অভয়নগর, বাঘারপাড়া ও বসুন্দিয়া ইউনিয়নে) গত ২০০৮ সালে আ’লীগের মনোনয়ন পেয়ে যশোর-৪ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য হয়েছিলেন। নবম জাতীয় সংসদে সরকার দলিও হুইপের দায়িত্ব পালন করেছিলেন তিনি। সে সময় তিনি তার এলাকায় ব্যাপক উন্নয়ন ঘটিয়েছিলেন। ছাত্র জীবন থেকে তিনি ছাত্রলীগের আন্দোলনের সাথে জড়িত ছিলেন। ১৯৯০ সালে অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নৌকার টিকিটের বিষয়ে আমি আশাবাদী। এ আসনে আমি মনোনয়ন পেলে বিপুল ভোটে জয়ী হয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামী ১১তম সংসদ নিবাচনে নৌকা মার্কা প্রতিকে ভোট দেয়ার আহবান জানান তিনি। উপজেলা আ’লীগের প্রভাবশালী নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু জানান উন্নয়নের কারনেই সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাবের পক্ষে এত গন জোয়ার সৃষ্টি হয়েছে। তাই দেশ গড়ার কারিগর দেশ দরদী প্রধান মন্ত্রী যদি তাকে মনোনয়ন দেন তাহলে তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখবে বলে ধারনা করছেন তিনি। সুন্দলী ইউনিয়ন আ’লীগ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অধির কুমার পাড়ে জানান অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব ক্ষমতায় থাকা কালীন সময় যশোর-৪ আসনের তৃনমুল পর্যায় পর্যন্ত জোয়ার ছিল এক মাইল ফলক। তাই আগামী ১১তম সংসদ নির্বাচনে তাকে মনোনয়ন দেয়ার আহবান জানান তিনি। ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও প্রভাষক সমীরণ সরকার আরও বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশ গড়ার উন্নয়নের রোল মডেল। যশোর-৪ আসনের সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব সর্বস্তুরের জনগনের সাথে নিবিড় সম্পর্ক থাকার কারনে তার এত গন জোয়ার। তাই আগামী সংসদ নির্বাচনে নৌকার মাঝি হওয়ার জন্য তিনি তার নিজের মনোনয়ন ফরম কিনেছেন। তাকে মনোনয়ন দিলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।