মো. আলামিন খাঁন-ক্রাইম রিপোর্টার (খুলনা )
গতকাল খুলনার বয়রা বিকাশের টাকা প্রত্যারনার মাধ্যেমে হাতিয়ে নেওয়া সিন্ডিকেটের সাথে জড়িত চক্রের এক সদস্য আটক হয়। জানাযায়, সকাল ১১টায় বয়রা বাজাার বাস স্টান্ড সংলগ্ন যাত্রী ছাউনীতে অবস্থিত বিকাশের দোকান থেকে বিকাশ প্রতারক চক্রের সদস্য মেহেরাব হোসেন বাপ্পী (২0), পিতা-হাবিবুর রহমান, সাং-চন্দনী মহল, থানা -দিঘলিয়া, জেলা-খুলনাকে পুলিশ আটক করে। স্থানীয়রা জানান, ধৃত বাপ্পী সকালে বয়রার বিভিন্ন বিকাশের এজেন্ট দোকানে ক্যাশ আউট করার কথা বলে বিকাশের এজেন্ট খাতা কৌশলে গোপনে ভিডিও করে । এ সময় দোকানীদের সন্দেহ হলে বিকাশ এজেন্ট আঃ ছালাম তাৎক্ষনিকভাবে বাপ্পীকে ধরে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের কাছে সোর্পদ করে।
অনুসন্ধানীতে জানাযায়, বিকাশ এজন্টেদের খাতায় লিপিবদ্ধ টাকা ক্যাশ-আউট এবং ক্যাশ-ইন এর খাতা এই চক্র ভিডিও করে অন্যাত্র পাঠিয়ে দেয়। ওই চক্র পরবর্তীতে যাদের ফোনে ইতিমধ্যে টাকা প্রবেশ বা বের হয়েছিল তাদের ফোনে কথা বলে কৌশলে ম্যানেজ করে প্রতারনার ফাঁদ সৃষ্টি করে টাকা হাতিয়ে নেয়। ইতিমধ্যে এই ধরনের সিন্ডিকেট দেশের বিভিন্ন স্থানে এই কৌশলে বিভিন্ন মানুষদের আর্থিকভাবে সর্বশান্ত করে আসছে।