শামছুজ্জামান মন্টু, স্টাফ রিপোর্টার :
গতকাল বুধবার অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের সুন্দলী এস.টি. স্কুল এন্ড কলেজে আগমী ২ বছরের জন্য ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনায় প্রিজাডিং অফিসার হিসেবে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস, সহকারী প্রিজাইডিং হিসেবে সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আশিকুজ্জামান এবং পোলিং অফিসার হিসেবে উপজেলা শিক্ষা অফিসের সহায়ক মো: সবুজ ও আইয়ুব উপস্থিত ছিলেন। নির্বাচনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া সরকারী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল ইসলাম। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ছিলেন অভয়নগর থানার এসআই সৈয়দ আজাদ ও এএসআই মো: মিজানুর রহমান। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন শেষে কর্মকর্তাগণের উপস্থিতিতেই ভোট গণনা সম্পন্ন হলে ৯২ ভোট পেয়ে বঙ্কিম চন্দ্র বিশ্বাস ও ৭৩ ভোট পেয়ে তপন সরকার মাধ্যমিক স্তরের সাধারণ অভিভাবক সদস্য, ৮০ভোট পেয়ে তপন বিশ্বাস ও ৮০ ভোট পেয়ে সমীর বিশ্বাস উচ্চ মাধ্যমিক স্তরের সাধারণ অভিভাবক সদস্য এবং ১৬১ ভোট পেয়ে অনিমা সরকার সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নির্বাচিত হন।