আড়ংঘাটায় সড়ক দূর্ঘটনায় নিহত ১

492

এস মুরাদ হোসেন, ক্রাইম রিপোর্টার-খুলনা।

গতকাল বৃহস্পতিবার কেএমপি’র আড়ংঘাটা থানাধীন গাঁইকুড় এলাকায় ইজি বাইকের ধাক্কায় এক বৃদ্ধ আহত হন। আহত ওই বৃদ্ধকে খুলনা  মেডিকেল  কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

জানাযায়, গতকাল দুপুর দেড়টার দিকে সোহরাব গাজী (৬৫), পিতা-মোহাম্মদ গাজী, সাং-গাইকুড়, থানা-আড়ংঘাটা, জেলা-খুলনা যোহরের নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার পথে দ্রুতগতিতে আসা ইজি বাইক তাকে ধাক্কা দেয়। মুমর্ষ অবস্থায় স্থানীয়রা  সোহরাবকে  হাসপাতালে নিয়ে ভর্তি করে। হাসপাতালের তথ্য অনুযায়ি ১৬ নভেম্বর রাত ১টা ৫৫ মিনিটের দিকে মারা যায়।

আড়াংঘাটা থানার ওসি  রেজাউল করিম জানান, আমরা এখনও ইজি বাইক চালক বা ওই ইজিবাইককে শনাক্ত করতে পারেনি। তবে আজ শুক্রবার  সোহরাব গাজীর মৃত্যুতে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়। যার মামলা নং-১২।

স্থানীয় সূত্রে জানাযায়, প্রানঘাতী ওই ইজি বাইক চালকের নাম রফিকুল ইসলাম লুলু নামের এক ব্যাক্তি। তার বিরুদ্ধে এর আগেও অনিয়ন্ত্রিতভাবে গাড়ী চালানোর অভিযোগ রয়েছে। বিস্তারিত জানতে আগামী প্রতিবেদনে চোখ রাখুন।