ফকিরহাটে হাইস্কুলের সভাপতি কর্তৃক ছাত্রকে মারপিট করার অভিযোগ

496

ফকিরহাট থানা প্রতিনিধি :
ফকিরহাটে শুভদিয়া কে, বি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র গোলাম হাসিব গাজীকে স্কুল কমিটির সভাপতি আব্দুল আজিজ মারপিট করে ক্লাস থেকে বের করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতি বার সকাল সাড়ে ১১ টার দিকে বিদ্যালয়ের ক্লাস চলাকালীন নবম শ্রেণীর কক্ষে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিক্ষার্থীদের ও অভিবাবকদের মাঝে চরম ক্ষোপ বিরাজ করছে। ভুক্তভোগী ছাত্রের পিতা গোলাম কাদির গাজী জানান, দ্বিতীয় প্রিয়ডে নবম শ্রেণীর বাংলা ক্লাস চলছিল, ক্লাস শিক্ষক মনিরুল ইসলাম মুন্সি তখন ক্লাস নিচ্ছিলেন। শিক্ষক কোন কিছু বুঝে ওঠার আগেই স্কুল ম্যানেজিং সভাপতি আব্দুল আজিজ শ্রেণী কক্ষে প্রবেশ করে বেত নিয়ে ছাত্র গোলাম হাসিব গাজীকে বেদম ভাবে পিটিয়ে ক্লাস থেকে বের করে দেন। এ দেখে স্কুলের অন্য ছাত্ররা আতঙ্কিত হয়ে পড়ে। এ খবর পেয়ে স্কুলে ছুটে আসেন স্কুল পরিচালনা কমিটির সদস্য ইমরুল কায়েস মান্নু সহ আরও অনেকে তারা সভাপতির আচরণে ক্ষোপ প্রকাশ করেন ও উপজেলা শিক্ষা অফিসারের নিকট এ ঘটনা জানাবেন বলে জানিয়েছেন। সভাপতি অব্দুল আজিজ ঘটানার সত্যতা স্বীকার করে বলেন ছেলেটা বিয়াদব তাই তাকে মেয়ে ক্লাস থেকে বের করে দিয়েছি। স্কুলের প্রধান শিক্ষক সুব্রত কুমার দাশ বলেন আমি স্কুলে ছিলাম না এ বিষয়ে কিছু জানি না। তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে চাননি।