শামছুজ্জামান মন্টু, স্টাফ রিপোর্টার
বাংলাদেশ রেলওয়ের গত ১৫ নভেম্বর অভয়নগরের ৫৭ নম্বর গেট ভাংগাগেট নামক স্থানে যশোর, খুলনা এবং বেনাপোল গেটকিপারদের আয়োজনে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ রেলওয়ের ১৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী। অনুষ্ঠানে বিপ্লব সরকারের সঞ্চালনায়, বাংলাদেশ রেলওয়ের এম.এস সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন নওয়াপাড়া রেলওয়ের ষ্টেশন মাষ্টার মহাসিন রেজা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী ষ্টেশন মাষ্টার বাবুল হোসেন ও বুকিং সহকারী সুলতান মাহমুদ, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের বিপ্লব সরকার, গৌরঙ্গ দত্ত, গিয়াসউদ্দীন, আবুল কালাম আজাদ, সুজন দে, অসিম রায়, খোকন, প্রীতিশ, ইউনুস, জাহাঙ্গীর, নিতাই অধিকারী, আব্দুল রশিদ, দিপু, পলাশ, জামিন, প্রদীপ, রুবেল, রাকিব, ফয়সাল, সৌদাস প্রমুখ। জানা যায় ১৮৬২ সালের ১৫ নভেম্বর দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত রেললাইন স্থাপনের মধ্যে দিয়ে বাংলাদেশ রেলওয়ের যাত্রা শুরু হলেও ইতিপূর্বে এমন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়নি বাংলাদেশ রেলওয়ের প্রতিষ্ঠা বার্ষিকী। বাংলাদেশ রেলওয়ের নতুন গেট কিপার নিয়োগ দানের ফলে এসেছে বাংলাদেশ রেলওয়ের নতুনের ছোয়া। কমেছে দুর্ঘটনার পরিমান।