খুলনায় ১৮ নভেম্বর থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে নামছে

506

আগামী রবিবার থেকে নির্বাচনী এলাকায় একাদশ সংসদ নির্বাচনের আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বপালন করবেন। এ জন্য খুলনার ছয়টি সংসদীয় আসনে ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন রিটার্নিং অফিসার। একই সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অধিক্ষেত্র বন্টন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হেলাল হোসেন। তিনি বলেন, আচরণবিধি প্রতিপালনের লক্ষে আগামী রবিবার থেকে নিয়োগ প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন।
নিয়োগ প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা হলেন খুলনা-৩ আসনের ৩, ৫ নম্বর ওয়ার্ড ও আড়ংঘাটা ইউনিয়নের দায়িত্বে থাকবেন খুলনা সদরের সহকারী কমিশনার (ভূমি) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, খুলনা-২ আসনের ১৮, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাতুল আলম, খুলনা-২ আসনের ২৪, ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ডের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা, খুলনা-২ আসনের ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলি বিশ্বাস, খুলনা-৩ আসনের ১, ২ নম্বর ওয়ার্ড ও যোগীপোল ইউনিয়নে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা, খুলনা-৫ আসনের ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা, খুলনা-৩ আসনের ৮, ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান, খুলনা-৩ আসনের ৫, ৬, ৭ ও ৯ নম্বর ওয়ার্ডে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন, খুলনা-২ আসনের ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা, খুলনা-২ আসনের ২২, ২৩ ও ২৯ নম্বর ওয়ার্ডে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুল ইসলাম, খুলনা-৩ আসনের ৯, ১৪ ও ১৫ নং ওয়ার্ডে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী রাবেয়া দায়িত্বে থাকবেন। এছাড়া খুলনা-১ আসনে বটিয়াঘাটা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ দেলোয়ার হোসেন এবং দাকোপ উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) সঞ্জীব দাস, খুলনা-৪ আসনে রূপসায় উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা সুলতানা, দিঘলিয়ায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান খান এবং তেরখাদায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল হোসেন, খুলনা-৫ আসনের ফুলতলা উপজেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল এবং ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল হাসান, খুলনা-৬ আসনে পাইকগাছায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল আইয়াল এবং কয়রা উপজেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়া