পরীক্ষার্থীদের যাতায়াতে বিনাভাড়ায় পরিবহন ব্যবস্থা চালু করল মিমু জুট মিল

624

সারাদেশের পিএসসি পরীক্ষার শুরুর দিন থেকে মিমু জুট মিলস্  লিমিটেড ফুলতলার একটি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে পরীক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা লক্ষে তথা  দেশের বৃত্তবানদের আহবান সম্বলিত একটি ব্যানার ব্যবহার করে ক্ষুদে পরীক্ষার্থীদের পরীক্ষা  কেন্দ্রে নিজেরা দায়িত্ব নিয়ে আনা  নেওয়া করছেন।  মিল কর্তৃপক্ষ মনে করেন, এতে  যেমন উৎসাহিত হবে শিক্ষার্থী আবার সমাজের বৃত্তবান শিক্ষার সহযোগিতায় এগিয়ে আসবেন। এতে ভবিষ্যৎ বাংলাদেশ আরো উন্নত এবং সমৃদ্ধশালী  মেধা সম্পূর্ণ ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠবে।  ছবি ও তথ্য সংগ্রহে : ইমরান  মোল্যা