খালেদা জিয়ার যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশ হাইকোর্টের

403

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে কারাগারে পাঠানোর বৈধতা নিয়ে করা রিটের আদেশ দিয়েছেন হাইকোর্ট। আজ আদালতের আদেশে বলা হয়, বেগম খালেদা জিয়ার চিকিৎসার প্রয়োজন হলে তাকে পুনরায় মেডিক্যাল বোর্ডের অধীনে হাসপাতালে নিয়ে যথাযথ চিকিৎসা দিতে হবে।

পাশাপাশি কারাগারে খালেদা জিয়ার চিকিৎসায় জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয় হাইকোর্টের আদেশে। এ সংক্রান্ত রিটের নিষ্পত্তি করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

আদালতে বিএনপির চেয়ারপারসনের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। বেগম খালেদা জিয়াকে হাসপাতাল থেকে কারাগারে পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ করে গত ১১ই নভেম্বর তার আইনজীবী নওশাদ জমির এ রিট আবেদনটি করেন।