ফকিরহাটের চোরের উপদ্রব, রাত জেগে পাহারা

426

বাদশা আলম ফকিরহাট
ফকিরহাট উপজেলার কাটাখালি এলাকায় এক সপ্তাহের ব্যবধানে এক ডজনেরও  বেশি  চুরি সংঘঠিত হয়েছে। গতকাল ১৮ নভেম্বর গভীর রাতে বেতাগা বাজারের ব্রাক অফিসে ব্রাঞ্চ নং ১৩ থেকে ১৭ অজ্ঞাত দুবৃর্ত্ত চোরের দল দরজা ভেঙ্গে একটি মডেম ,নগত অর্থসহ একাউন্ট রুমে কিছু ভাংচুর করে চোরেরা একজোড়া সেন্ডেল রেখে পালিয়ে যায় বলে ব্রাক অফিসের ম্যানেজার শামীমা নাসরীন জানান। এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এছাড়া পিলজংগ ইউনিয়নের শ্যামবাগাত গ্রামের দিনেশ দত্তের বাড়িতে, বিষ্ণু দত্তের বাড়িতে, বিলা শেখের বাড়ীতে, গৌরাঙ্গ দের বাড়ীতে, ভবেন দের বাড়িতে, আব্দুরসাত্তারের বাড়ীতে, ধনপোতা গ্রামের জাহিদের বাড়ীতে ও গোলাম রসুলের বাড়ীসহএকাধিক বাড়ীর গ্রিল কেটে ও সিধ কেটে দুর্ধর্ষ চুরি সংঘঠিতহয়েছে এঅবস্থায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। জানা গেছে, গত এক সপ্তাহের ব্যাবধানে প্রায় ১২/১৩ টি বাড়ীতে দুর্ধর্ষ চুরিসংঘঠিত হয়েছে। চোরেরা বাইসাইকেল থেকে শুরু করে রান্নাঘরের ব্যাবহারিক মালামাল পর্যান্ত চুরি করে নিচেছ।জানাযায় গ্রামের, স্থানীয়এলাকাবাসি সাথে রাত জেগে বাড়ী পাহারার ব্যাবস্থা গ্রহন করলেও দুর্বৃত্ত চোরদের চুরি ঠেকাতে পারছে না। এঅবস্থায় দুর্ধর্ষচোরদের আটক কেেত এলাকাবাসী প্রসাশনের উর্দ্ধতন কর্মকর্তাদের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।