খুলনার ফুলবাড়ীগেট কেডিএ আবাসিকে স্থাপনা উচ্ছেদ অভিযান

330

এম হুসাইন সাব্বির, খানজাহান আলী থানা প্রতিনিধি

খুলনার খানজাহান আলী থানার ফুলবাড়িগেট-মীরেরডাঙ্গা কেডিএ আবাসিক এলাকায় আজ সকালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন কেডিএ প্রধান প্রকৌশলী কাজী সাবিরুল আলম। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট লস্কর তাজুলসহ উপস্থিত ছিলেন কেডিএ সুপারেটেন্ড শামিম জেহাদ, সিনিয়র  কর্মকর্তা মাসুদুর রহমান। অভিযানে খানজাহান আলী থানা পুলিশ ও র‌্যাব-৬ এর সদস্যগণ সহযোগিতা করেন। উচ্ছেদ অভিযানে খুলনা যশোর মহাসড়কের আবাসিকের মধ্যের প্রবেশের রাস্তার দুই পাশের দোকানপাট, বসত ঘর এবং খানজাহান আলী থানা প্রতিবন্ধি কল্যাণ ও পুনবাসন সংস্থা এবং  হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং বুলডোজার দিয়ে ভেঙ্গে ফেলা হয়।