খুলনায় আওয়ামীলীগের মনোনয়নে যাদের পাল্লা ভারী

427

খুলনার ছয়টি আসনে আ’লীগের মনোনয়ন প্রার্থীরা  তাকিয়ে রয়েছে কেন্দ্রের দিকে। তবে ছয়টি আসনে নৌকার মাঝি কারা হচ্ছেন দলীয়ভাবে এখনও তা ঘোষণা না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সূত্রে অনেকটা নিশ্চিত হওয়া গেছে তাদের নাম।
অসমর্থিত সূত্রে জানাযায়,  খুলনার ছয়টি আসনে দলীয় মনোনয়নে যাদের পাল্লা ভারী ইতোমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকটা প্রকাশ পেয়েছে তাদের নাম। এরা হলেন খুলনা-১ আসনে জেলা আ’লীগের সহ-সভাপতি বর্তমান সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, খুলনা-২ আসনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ভ্রাতুষ্পুত্র, বিশিষ্ট ব্যবসায়ী শেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা-৩ আসনে আ’লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বর্তমান সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা-৪ আসনে বর্তমান সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, খুলনা-৫ আসনে ডুমুরিয়া উপজেলা আ’লীগের সভাপতি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, খুলনা-৬ আসনে জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আকতারুজ্জামান বাবু ।
জেলা আ’লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ বলেন, খুলনার ছয়টি আসনে কারা দলীয় মনোনয়ন পাবেন এটা দলীয়ভাবে ঘোষণা দেওয়ার পরই জানা যাবে। তবে কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি সূত্র জানায়, আজ-কালের মধ্যে মনোনিত প্রার্থীদের হাতে দলীয় টিকিট তুলে দেয়া হতে পারে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল এমনি আভাস দিয়েছেন। সূত্র : সময়ের খবর