দীপিকা-রণবীরের বিয়ে নিয়ে বিতর্ক

424

ঘটা করে বিয়ে সেরে দেশে ফিরেছেন দীপিকা পাডুকোন ও রণবীর সিং। কোঙ্কনি ও সিন্ধ্রি মতে দুই পর্বে বিয়ে হয়েছে দীপবীরের। কিন্তু সেই বিয়েতেও নাকি রয়েছে ‘গলদ’, এমন দাবি করেছেন শিখ ধর্মগুরুরা।  জানা গিয়েছে, ইতালির লেক  কোমোতে অস্থায়ী গুরুদ্বার তৈরি করে সিন্ধি মতে বিয়ে করেছেন রণবীর-দীপিকা। তার জন্য বিপুল খরচও হয়েছে। কিন্তু এতে চটেছেন শিখ ধর্মগুরুরা। শিখদের এই রীতিকে ‘আনন্দ করাজ’ বলা হয়। শিখ ধর্মগুরুদের দাবি, আনন্দ করাজের মতো রীতি কখনওই গুরুদ্বারে করা যায় না। এমনকী অন্য কোথাও কৃত্রিম গুরুদ্বার তৈরি করেও সম্ভব নয়।

তাই শিখ ধর্মগুরুদের অভিযোগ, শিখ ধর্মগ্রন্থ গ্রন্থসাহেবের অবমাননা করেছেন দীপিকা-রণবীর। কারণ এই ধর্মগ্রন্থ কখনওই গুররুদ্বারের বাইরে নিয়ে যাওয়া যায় না। আর এই অভিযোগ এনেছে ইতালিরই শিখ সংগঠন। এ বিয়ে নিয়ে বিতর্ক তুলেছেন তারা। তাদের দাবি, ধর্মমতে সিদ্ধ নয় দীপবীরের বিয়ে। তবে এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি নবদম্পতি।