ব্যারিস্টার রফিকুল ইসলাম গ্রেফতার

337

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ মঙ্গলবার সন্ধ্যায় তাকে রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবির উত্তরের অতিরিক্ত উপ কমিশনার গোলাম সাকলায়েন। তিনি বলেন, তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে। তাই তাকে আমরা গ্রেপ্তার করেছি। বর্তমানে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।

এর আগে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ও সম্পদের তথ্য গোপনের মামলায় রফিকুল ইসলামকে আজ ৩ বছরের কারাদন্ডের আদেশ দেন ঢাকার বিশেষ জজ ৬ এর বিচারক ডা. শেখ গোলাম মাহবুব।