খুলনায় হত্যা মামলার আসামি মারুফ ‘বন্দুকযুদ্ধে’ নিহত

478

এস ‍মুরাদ হোসাইন (ক্রাইম রিপোর্টার-খুলনা)

খুলনায় হত্যা মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।  দৌলতপুরে একটি বালুর মাঠ থেকে মিরাজুল ইসলাম মারুফ (৩৪) নামের একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, একটি রিভলবার ও ৫৮পিচ ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে দৌলতপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে। নিহত মারুফ দৌলতপুরের হোজি শহিদ হত্যা মামলার আসামি বলে জানা গেছে। নিহত মারুফ দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের আব্দুল গফ্ফার শেখের পুত্র। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ কাজী মোস্তাক আহমেদ জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দৌলতপুরের কার্তিককুল এলাকার বৌবাজার সংলগ্ন মালুর সাঠে দু’দল মাদক বিক্রেতাদের গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা পালিয়ে যায়। কিন্তু মাঠের ভেতরে একজনকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পড়ে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে লাশ সনাক্ত করে। এ সময় একটি পাইপগান, একটি রিভালবার ও ৫৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  তার লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
সূত্রে জানাযায়, মারুফ তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে বিভিন্ন সেনহাটির সাবেক ইউপি চেয়ারম্যান গাজী আব্দুল হালিম ও হুজি শহীদসহ হত্যা মামলা রয়েছে।