আড়ংঘাটায় ফেন্সিডিলসহ যুবক আটক

773

এস মুরাদ / কাজী ইনামুল হক

আজ বৃহস্পতিবার কেএমপি’র আড়ংঘাটা থানার  শলুয়া পাহাড়পুর থেকে এক যুবককে  ফেন্সিডিলসহ আটক করা হয়।

সূত্রে জানাযায়,আড়ংঘাটা থানার  মোবাইল  টীমের এস আই মমিনুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পাহাড়পুর শান্ত এলাকায় অটোবাইক  থেকে কালিপদ (৩০), পিতা-রামপদ, সাং-অলিপুর, থানা ও  জেলা-সাতক্ষীরাকে  ২২ বোতল  ফেন্সিডিলসহ আটক করে।

পুলিশজানায়, ধৃত কালিপদকে সন্দেহবশত  চেক করলে তার  কোমরে রক্ষিত অবস্থায় ফেন্সিডিল  দেখতে পাওয়াযায়। জিজ্ঞাসাবাদে জানাযায় কালিপদ একজন শীর্ষ মাদক ব্যবসায়ি। অনেকদিন যাবৎ  সে মাদকের ব্যবসা চালিয়ে আসছে।

আড়ংঘাটা থানার ওসি কাজী রেজাউল করিম জানায়,  এ ব্যাপারে ধৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের হয় । যার মামলা নং-৫, তারিখ : ২২/১১/২০১৮।  ওসি রেজাউল বলেন, আমরা মাদকের বিরুদ্ধে জিরো টরারেন্স।  কোন প্রকার ছাড়  দেওয়া হবে না। আমাদের মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যহত থাকবে।