ডিআইজি পদে চার কর্মকর্তার পদোন্নতি

404

অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার চারজন পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে) মো. আবদুল বাতেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার ইমতিয়াজ আহমেদ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত ডিআইজি মো. মাইনুল হাসান ও ঢাকা রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক।

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১–এর উপসচিব মো. কামরুল আহসান তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির এই আদেশ দেওয়া হয়।