ফকিরহাট থানা প্রতিনিধিঃ
ফকিরহাটের কাটাখালি ও তার পার্শ্ববর্তিতে ধর্মিয় ভাব গম্বির্জের মধ্যদিয়ে ঈদে-মিলাদুন্নবী পালিত হয়েছে। গত মঙ্গলবার বেলা দুইটায় ধনপোতা মাশকাটা আল-মাদানী (রঃ) মাহমুদিয়া মাদ্রাসার মোহতামিম আলহাজ্জ মাওঃ আঃ হাই শেখের সভাপত্বিতে ঈদে- মিলাদুন্নবী (সঃ) পালিত হয়েছে। এসময় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত সহ মহা-নবী (সঃ) এর জীবনি নিয়ে ব্যাপক আলোচনা শেষে দোয়া করেন মাদ্রাসার শিক্ষক মাওঃ খায়রুল ইসলাম। অনুষ্ঠান শেষে তাবারক বিতরন করাহয়, এছাড়া একই দিনে বিভিন্ন সময় কাটাকালি কেন্দ্রিয় জামে-মসজিদে, পিলজংগ হাই স্কুল, কচুয়া ঘনশ্যামপুর মাদ্রাসা, বেতাগা মডেল মাধ্যমিক বিদ্যালয়, চাকুলি মাদ্রাসা, শুভোদিয়া মাদ্রাসা, ধনপোতা মাধ্যমিক বিদ্যালয়, শ্যামবাগাত মাদ্রাসা, বেতাগা বাজার কেন্দ্রিয় জামে-মসজিদে মাওঃ মুফতি জসিম উদ্দিন, মহা-নবী (সঃ) এর জীবন আদর্শনিয়ে আলোচানা শেষে দোয়া ও তাবারক বিতরন করা হয়েছে।