মাশরাফিকে মনোনয়ন দেয়ার খবরে নড়াইলে ছাত্রলীগের মিছিল

420

বাংলাদেশ ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নড়াইল-২ আসনে চূড়ান্তভাবে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হচ্ছে- এমন খবরে মাশরাফিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে নড়াইলের লোহাগড়া উপজেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার দুপুরে লোহাগড়া উপজেলা ছাত্রলীগের আয়োজনে জয়পুর শ্মশানঘাট এলাকা থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে মিষ্টিও বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি জোসেফ মুন্সি, সাধারণ সম্পদক রাসেদ হাসানসহ উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছ থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন মাশরাফি।

এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তার দোয়া নেন মাশরাফি। এ আসনে বর্তমান এমপি ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান।

জানা যায়, মাশরাফি এলাকায় জনকল্যাণমূলক কাজে নিজেকে ইতিমধ্যে জড়িয়েছেন। গত বছর তিনি গড়ে তোলেন ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠান। এর উদ্দেশ্য বিভিন্ন ক্ষেত্রে নড়াইলের উন্নয়ন করা