ডুমুরিয়া স্বামী স্ত্রী সড়ক দূর্ঘটনায় নিহত

496

খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

জানাযায়,  আজ  শুক্রবার (২৩ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ডুমুরিয়ার পূর্ব ঝিলের ডাঙ্গায় ড্রাম ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাইকগাছা আমাদী ইউনিয়নের জায়গীরমহল গ্রামের নজরুল মোল্লা (৪৫) ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকী (৩৫)। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সকালে মোটরসাইকেলে করে তারা পাইকগাছা থেকে ডাক্তার দেখাতে খুলনায় আসছিলেন। পথে পূর্ব ঝিলের ডাঙ্গায় এলে ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্ত্রী মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে স্বামীও মারা যান।