রায়েরমহল অনার্স মহাবিদ্যালয়ের ৩ শিক্ষককে লাঞ্চিত : আটক ১

707

মো.আলামিন খাঁন, ক্রাইম রিপোর্টার (খুলনা) 

খুলনা মহানগরীর বয়রা রায়েরমহল অনার্স মহাবিদ্যালয়ের তিন শিক্ষককে মারধর করে আলমগীর নামে এক যুবক । এ  ঘটনায়  আলমগীর হোসেন কে আড়ংঘাটা থানার ওসি তদন্ত  দেবাশিষ গ্রেফতার করে  জেল হাজতে প্রেরণ করেন।

অধ্যক্ষ ড.আবুল কালাম আজাদ সিআইএনটিভি২৪ কে জানান, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মারধরের ঘটনা ঘটে কলেজে। অত্র  কলেজের ছাএী পিংকি আক্তার তার স্বামীর সাথে ঝগড়া বিবাদ করে পৈত্রিক ভিটায় চলে আসে। কলেজে পিংকি আসলে তার স্বামী রাজিবুল হক আকাশ স্ত্রী পিংকিকে কলেজ  থেকে বাসায়  নেওয়ার চেষ্টা করে। এক পর্যায় কলেজ অভ্যান্তরে পিংকির সাথে তার স্বামী ঝগড়া বিবাদে লিপ্ত হলে পিংকি তার মামা আলমগীর হাসানকে ফোন করে বিষয়টি জানালে তাৎক্ষনিকভাবে আলমগীর সহ ৩/৪ জনের একদল কলেজে ঢুকে রাজিবুলকে মারধর করে। কলেজের শিক্ষক রিপন, মিজানুর ও তৈাহিদুল মারামারি  ঠেকাতে  এলে আলমগীর ওই তিন শিক্ষককে বেধড়ক মারপিট করে। কলেজ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট থানায় জানালে পুলিশ আলমগীরকে আটক কর। আজ শুক্রবার আড়ংঘাটা থানায় এ বিষয়টি নিয়ে আলমগীর হাসান সহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। যার মামলা নং-০৬, তারিখ : ২৩/১১/২০১৮।

ওসি রেজাউল করিম জানান, পুলিশ বিষয়টি নিয়ে তাৎক্ষনিকভাবে পদক্ষেপ গ্রহণ করায় পরিবেশ শান্ত থাকে।