বলিউড বাদশা শাহরুখ খানের মুখে কালি ছুড়ে তাকে অপমানের হুমকি দিয়েছে ভারতের ‘কলিঙ্গ সেনা’ নামের এক সংগঠন।
উরিষ্যার ভুবনেশ্বরে শাহরুখের পা পড়লেই বিক্ষোভ করবেন স্থানীয়রা। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ।
ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, আগামী ২৭ নভেম্বর উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের আমন্ত্রণে ২০১৮ পুরুষ হকি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কলিঙ্গ স্টেডিয়ামে যাবেন কিং খান।
এ খবরের পরপরই এমন হুমকি দিল ভুবনেশ্বরের কলিঙ্গ সেনারা।
‘কলিঙ্গ সেনা’র প্রধান হেমন্ত রথ জানান, ভুবনেশ্বরে এলে শাহরুখ খানের মুখে কালি ছুড়ে মারা হবে। বিমানবন্দর থেকে স্টেডিয়াম পর্যন্ত রাস্তাজুড়ে শাহরুখের জন্য ওড়ানো হবে কালো পতাকা।
রয়েছে শাহরুখের বিরুদ্ধে এমন আরও কিছু বিশেষ কর্মসূচি।
কেন এমন কর্মসূচি প্রশ্নে হেমন্ত রথ বলেন, শাহরুখ খান উড়িষ্যার জনগণকে অপমান করেছেন। তাই তার বিরুদ্ধে ‘কলিঙ্গ সেনা’র এই বিশেষ কর্মসূচি।
শাহরুখ অভিনীত ‘অশোকা’ নামক বলিউড সিনেমায় নাকি উরিষ্যার জনগণকে অপমান করা হয়েছে এমনটাই দাবি ওই সংগঠনটির।
উল্লেখ্য, ‘অশোকা’ ছবি মুক্তির সময়ও বিক্ষোভ হয়েছিল উরিষ্যায়। সেসময় ব্যাপক বিক্ষোভের পর সাত দিনের মাথায় উড়িষ্যার সিনেমাহলগুলো এ ছবিটি দেখানো বন্ধ করে দেয়।
১৭ বছর আগে ২০০১ সালের ২৬ অক্টোবর মুক্তি পায় ছবিটি। ছবিটির পরিচালক সন্তোষ শিভানের নির্মিত অশোকা ছবিটির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন শাহরুখ খান। এর প্রযোজনায়ও জুহি চাওলার সঙ্গে ছিলেন শাহরুখ।
তার আগেই ২০০১ সালের ওই বাণিজ্যিক বলিউডি ছবির চিত্রনাট্য নিয়ে তৈরি ক্ষোভ ফের মাথা চাড়া দিয়ে উঠল।
‘কলিঙ্গ সেনা’ সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিনেতার মুখে শুধু কালি ছেটানোই নয়,