মো. আলামিন খাঁন, ক্রাইম রিপোর্টার-খুলনা।
খুলনা জেলার দিঘলিয়া জামান জুট মিলের কর্পোরেশনের ডিজিএম মো. রিপন মোল্যার উপর বার বার একটি পক্ষ সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে । বিষয়টি নিয়ে উদ্বীগ্ন রয়েছেন এই কর্মকর্তা।
জানাযায়, দিঘলিয়া থানার মো.আয়ুব আলী মোল্যার ছেলে রিপন মোল্যা দীর্ঘ দিন যাবৎ জামান জুট মিলে সুনামের সাথে তার দায়িত্ব পালন করে আসছেন। অত্র এলাকায় রয়েছে রিপনের সুনাম। স্থানীয়দের সূত্রে জানাযায়, রিপনের চাচাত ভাই আল মামুন মোল্যা, আলামিন মোল্যা, ইয়াসিন মোল্যা যোগসাজস করে রিপনকে বিভিন্নভাবে হয়রানি করতে থাকে। একপর্যায় রিপনকে বেধড়ক মারপিট করে। বিষয়টি নিয়ে খুলনার বিজ্ঞ আদালতে মামলা দায়ের হয়। পরবর্তীতে স্থানীয়দের মধ্যস্থতায় বিষয়টি নিয়ে দিঘলিয়া থানায় মিমাংসা হয়। তবে কিছু দিন যেতে না যেতে রিপনের ওই তিন চাচাত ভাই আবারও হামলা করে বলে ভুক্তভোগী রিপন মোল্যা এ প্রতিবেদককে জানান। বর্তমান রিপন মোল্যা তার দূর্ধষ চাচাত ভাই গং দের হাত থেকে রেহায় পাওয়ার জন্য আইন শৃংখলারক্ষাকারি বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। কারণ যে কোন মুহূর্তে রিপনের উপর বড় ধরনের হামলা বা জীবনহানির আশংকা থাকতে পারে। (আগামী প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরা হবে)