তামিল সুপারস্টার রজনীকান্ত অভিনীত সিনেমা রোবটের বহুল প্রতীক্ষিত সিকোয়্যাল ‘২.০’ আগামী সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে। তবে সব রেকর্ড ভেঙে মুক্তির আগেই ৩৭০ কোটি টাকা আয় করলো ছবিটি!
ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা এটি, যা নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৫৫০ কোটি রুপি।
আগামী ২৯ নভেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। একইসঙ্গে তামিল, তেলেগু ও হিন্দিতে ভাষায় সিনেমাটি মুক্তি পাবে।
‘২.০’তে রজনীকান্তের পাশাপাশি অক্ষয় কুমার কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন। এতে আরও অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেত্রী অ্যামি জ্যাকসন।দক্ষিণ ভারতের তামিলনাড়ুসহ অন্ধ্রপ্রদেশ, কেরেলা, কর্ণাটক ও উত্তর বেল্টে আলাদাভাবে পরিবেশকদের কাছে সিনেমাটি বিক্রি করা হয়েছে। ডিজিটাল ও স্যাটেলাইট স্বত্ব বিক্রির অর্থসহ বিভিন্ন প্রদেশ থেকে ‘২.০’ এরই মধ্যে ঘরে তুলে নিয়েছেন মোট ৩৭০ কোটি রুপি।
এরমধ্যে স্যাটেলাইট স্বত্ব ১২০ কোটি, ডিজিটাল স্বত্ব ৬০ কোটি, উত্তর বেল্ট স্বত্ব ৮০ কোটি (অগ্রিম ভিত্তিতে), অন্ধ্রপ্রদেশ স্বত্ব ৭০ কোটি, কর্ণাটক স্বত্ব ২৫ কোটি এবং কেরেলা স্বত্ব থেকে সিনেমাটি আয় করেছে ১৫ কোটি রুপি।
২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘রোবটের এ সিকোয়্যালটি পরিচালনা করেছেন শঙ্কর এবং প্রযোজনা করেছে লাইকা প্রোডাকশন ও পরিবেশনা করছে করণ জোহর ও হিন্দি বেল্ট।