দ্বিতীয় দিনের মতো দলীয় মনোনয়নের চিঠি দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আজ দুপুর সাড়ে ১২ টার পর প্রার্থীদের হাতে চিঠি হস্তান্তর শুরু হয়। শুরুতে ময়মনসিংহ-১ আসনে এমরান সালেহ প্রিন্সকে দিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। পরে ফরিদপুর- ৪ আসনের মনোনয়ন পত্র নিয়ে বের হন চিত্র নায়িকা শাহরিয়া ইসলাম শায়লা। মঙ্গলবার মনোনয়নের চিঠি হাতে পেয়েছেন -জামালপুর-৪ আসনে ফরিদুল কবির তালুকদার শামীম, নেত্রকোনা-৩ আসনে রফিকুল ইসলাম হেলালী, নেত্রকোনা-৫ আসনে আবু তাহের তালুকদার, কুষ্টিয়া-৩ আসনে মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন, কুষ্টিয়া-৪ আসনে সৈয়দ মেহেদী আহম্মদ রুমী, ময়মনসিংহ-৩ আমসে তবিবুর রহমান হিরোন, ময়মনসিংহ-১০ আসনে মো. আখতারুজ্জামান, কুমিল্লা-৪ আসনে সাইদা রফিক, কুমিল্লা-৬ আসনে হাজী আমিনুর রশীদ ইয়াসিন, সাতক্ষীরা-৪ আসনে কাজী আলাউদ্দিন ও হাবিবুল ইসলাম হাবীব, রাজশাহী-৬ আসনে রমেশ দত্ত, চট্টগ্রাম-৯ আসনে সাইফুল আলম ও চট্টগ্রাম-১ আসনে কামাল উদ্দিন আহমেদ, জামালপুর-১ রাশিদুজ্জামান মিল্লাত, জামালপুর- ৩ মুস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ ফরিদুল কবির তালুকদার শামীম, জামালপুর-৫ অ্যাড. শাহ ওয়াজেদ মামুন, নেত্রকোনা- ১ ব্যারিস্টার কায়সার কামাল, নেত্রকোনা-২ আশরাফ আলী খান, নেত্রকোনা – ৩ রফিকুল ইসলাম হেলালী, নেত্রকোনা-৫ আবু তাহের তালুকদার ও রাবেয়া খাতুন, শেরপুর ২ একেএম মোখলেসুর রহমান রিপন, কুষ্টিয়া-১ রেজা আহমেদ (বাচ্চু মোল্লা), কুষ্টিয়া ২ ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া-৩ মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন ও জাকির হোসেন সরকার, কুষ্টিয়া-৪ সৈয়দ মেহেদী আহম্মদ রুমী, ময়মনসিংহ-১ আক্তারুজ্জামান বাচ্চু ও আলী আজগর, ময়মনসিংহ -২ ইয়াসির খান চৌধুরী ও আবুল বশর আকন্দ, ময়মনসিংহ -৩ আহমেদ তায়েবুর রহমান, ময়মনসিংহ ৯ ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ -১০ মো. আখতারুজ্জামান ও এবিএম সিদ্দিকুর রহমান, ব্রহ্মনবাড়ীয়া-২ শেখ মোহাম্মদ শামীম মিয়া ও তরুন দে, ব্রহ্মনবাড়ীয়া-৩ তৌহিদুল ইসলাম,
কুমিল্লা-৪ সাইদা রফিক, কুমিল্লা-৬ হাজী আমিনুর রশীদ ইয়াসিন, কুমিল্লা-৯ আনোয়ারুল আজিম, কুমিল্লা -১০ মোবাশ্বির আলম ভুইয়া, সাতক্ষীরা-১ হাবিবুর রহমান হাবিব, সাতক্ষীরা-৪ কাজী আলাউদ্দিন ও হাবিবুল ইসলাম হাবীব, রাজশাহী -৬ রমেশ দত্ত, চট্টগ্রাম ১ কামাল উদ্দিন আহমেদ, চট্টগ্রাম ৫ নীর মোহাম্মদ নাসির উদ্দিন, চট্টগ্রাম-৭ শওকত আলী নুর, চট্টগ্রাম -৯ সাইফুল আলম, চট্টগ্রাম-১৩ মুস্তাফিজুর রহমান, নেত্রকোনা -১ ২ আশরাফ উদ্দিন, নেত্রকোনা -৩ রফিকুল ইসলাম হেলালী, নেত্রকোণা ৫ রাবেয়া খাতুন ও আবু তাহের তালুকদার, টাঙ্গাইল-৪ আ. হালিম মিয়া ও লুৎফর রহমান,
বরগুনা-২ অ্যাডভোকেট খন্দকার মাহবুব, নারায়নগঞ্জ-১ মুস্তাফিজুর রহমান ভুইয়া, ফরিদপুর-১ শাহ মোঃ আবু জাকির, ফরিদপুর -২ শাহ মো: আবু জাফর,
ফরিদপুর- ৪ শাহরিয়া ইসলাম শায়লা, রাজবাড়ী -১ আলী মাহমুদ নেওয়াজ খৈয়াম, ঢাকা-২ আমান উল্লাহ আমান, ঢাকা-১৩ আব্দুস সালাম, মুন্সীগঞ্জ-১ শাহ মোয়াজ্জেম হোসেন, সিলেট-৩ শফি আহমদ চৌধুরী লক্ষীপুর-২ হারুনুর রশীদ ও লক্ষীপুর- ৩ সাহাবুদ্দিন সাবু।
এদিকে মনোনয়ন নেয়ার জন্য সকাল থেকে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে ভীড় করেন বিএনপি নেতা ও তার কর্মী সমর্থকরা। কার্যালয়ে সামনের রাস্তা লোকে লোকারণ্য হয়ে যায় দুপুর ১২ টার মধ্যে। মনোনয়ন পত্র দেয়া শুরু হলে কর্মী সমর্থকরা নেতাদের নামে শ্লোগান দিতে থাকেন।