জেলা প্রতিনিধি (সাতক্ষীরা )
সাতক্ষীরা সদর উপজেলা ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের টেংরা ভবানীপুর গ্রামে মাওবার গং এবং মুনসুর গং এর মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি এবং গাছ নিয়ে বিরোধ ছিল। মঙ্গলবার বিকাল ৪ ঘটিকার সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সালিশের মাধ্যমে দু’পক্ষের মধ্যে সমাধান করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে সমগ্র সালিশ কার্য পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন সীমান্ত রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ বদরুজ্জামান খোকা ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম দপ্তর সম্পাদক রুহুল আমিন আওয়ামী লীগ নেতা মোঃ সিরাজুল ইসলাম সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সালিশে সবার সম্মতিক্রমে দুই পক্ষের মাঝখানে যে গাছ ছিল তাহা কেটে নিয়ে আপোষ মীমাংসা মাধ্যমে সমাধান করা হয়।