খুলনায় পুলিশের নায়েক আবু মুসা গুলিবিদ্ধ

434

এম হুসাইন সাব্বির, খানজাহান আলী থানা প্রতিনিধি

খুলনায় বার্ষিক ফায়ারিংয়ে পুলিশের নায়েক আবু মুসা (২৫) নিজের পিস্তলের গুলিতে বিদ্ধ হয়েছেন। তথ্যমতে, নায়েক আবু মুসা বরিশাল জেলা পুলিশে কর্মরত। আজ  বুধবার বেলা ১১টায় খুলনার বাদামতলায় পুলিশ ট্রেনিং সেন্টারে এ দুর্ঘটনাটি ঘটে।  জানাযায়, গুলিটি নায়েক আবু মুসার ডান দিকে বুকের নিচে বিদ্ধ হয়। তাৎক্ষণিকভাবে মুসাকে খুলনা মেডিকেল  কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরিস্থিতির অবন্নতি ঘটলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য  আকাশপথে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়।

কেএমপি অতিরিক্ত উপকমিশনার  সোনালী সেন জানান ‘ফায়ারিং কালীন আবু মুসার নিজের পিস্তলে গুলি আটকে যায়। সেটা ঠিক করতে গেলে গুলি বেরিয়ে তার বুকে লাগে।