বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান

382

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ বুধবার বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির  বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়রুল কবির বলেন, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আসন্ন একাদশ সংসদ নির্বাচন করবেন না। তবে তাকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে এবং কমিটির বাকি সদস্যের তালিকা এখনো চূড়ান্ত হয়নি। খুব শিগগির পূর্ণ কমিটির কথা জানানো হবে।

উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন জমা দেয়ার দিন আজ  বুধবার শেষ হয়েছে। এছাড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ ডিসেম্বর ও প্রত্যাহার ৯ ডিসেম্বর নির্ধারণ করে নির্বাচন কমিশন।