শাওমির চার ক্যামেরার স্মার্টফোন বাংলাদেশে

468

বাংলাদেশের বাজারে চার ক্যামেরাযুক্ত স্মার্টফোন নিয়ে এসেছে শাওমি। নতুন এই স্মার্টফোনের নাম রেডমি নোট-সিক্স প্রো। এতে রেডমি নোট-ফাইভ এআইয়ে থাকা ফিচারগুলোর আরও উন্নত সংস্করণ ব্যবহার করা হয়েছে। নচ ডিজাইনসহ এই স্মার্টফোনের ৬ দশমিক ২৬ ইঞ্চির ফুল এইচডিপ্লাস ডিসপ্লে রয়েছে যার রেশিও ১৯:৯। এটা ব্ল্যাক এবং লেক ব্লু কালারে পাওয়া যাবে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। রেডমি নোট সিক্স প্রোতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন চারটি ক্যামেরা। এর ব্যাটারি ক্ষমতা ৪ হাজার মিলি অ্যাম্পিয়ার যা দুইদিন পর্যন্ত ব্যাকআপ দেবে। সেলফির জন্য রেডমি নোট সিক্স প্রো-এর ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ২০+২ মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাক ক্যামেরা হিসেবে রয়েছে ১২+৫ মেগাপিক্সেলের ক্যামেরা যা অল্প আলোতেও ভালো মানের ছবি তুলতে সক্ষম। এর দুটি ভার্সন রয়েছে। ৩গিগা+৩২গিগা ভার্সনটি ১৭ হাজার ৪৯৯ টাকায় এবং ৪ গিগা+৬৪ গিগা ভার্সনটি ২০ হাজার ৪৯৯ টাকায় পাওয়া যাবে। ছাড় কুপন কোড হিসেবে RN6PRO ব্যবহার করলে নতুন এই স্মার্টফোনে ১ হাজার ৫০০ টাকা ছাড় পাওয়া যাবে
যেকোনও কার্ডের সাহায্যে আগেই দাম পরিশোধ করলে আরও ১ হাজার টাকা ছাড় পাবেন গ্রাহকরা