সন্ত্রাসীদের মদদ দেয়াতে পাকিস্তানের আমন্ত্রণ প্রত্যাখ্যান ভারতের : সুষমা স্বরাজ

428

সন্ত্রাসীদের মদদ দেয়া বন্ধ না করা পর্যন্ত পাকিস্তানের সঙ্গে ভারত কোনো আলোচনায় বসবে না বলে সাফ জানিয়ে দিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বুধবার পাকিস্তানের আমন্ত্রনের জবাবে এ কথা বলেন তিনি। এর আগে মঙ্গলবার ইসলামাবাদ জানায় আসন্ন সার্ক সম্মেলনে অংশ নেয়ার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রন জানাবে পাকিস্তান। এ সময় পাকিস্তান জানায়, ৬ মাসের মধ্যেই ভারতীয় শিখদের জন্য কারতারপুর সীমান্ত খুলে দেয়া হবে। তারা ভিসা ছাড়াই পাকিস্তানে অবস্থিত গুরুদোয়ারা দরবার সাহেবে ভ্রমন করতে পারবেন। এর জবাবে সুষমা বলেন, কারতাপুর সীমান্ত শান্তি আলোচনার কোনো অংশ নয়। পাকিস্তান যতদিন সন্ত্রাসীদের মদদ দেয়া বন্ধ না করবে ততদিন কোনো আলোচনাই হতে পারে না। আমরা সার্ক সম্মেলনে যাব না।

শিখ সম্প্রদায়ের নিকট পবিত্র স্থান গুরুদোয়ারাতে ভিসামুক্ত ভ্রমনের সুযোগ দেয়ায় সুষমা আনন্দ প্রকাশ করেন।