খুলনার জেলার তেরখাদা থানার বারাসাতে প্রতিদিন কোমলমতি শিশুরা স্কুলে যায় এই সাঁকো পাড় হয়ে। যে কোন মূহুর্তে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। এলাকাবাসি দীর্ঘদিন ধরে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করলেও মিলছে কোন সাড়া। শিক্ষার্থীদের পারাপাড়ের জন্য এখানে ব্রিজ নিমার্ণ একান্ত প্রয়োজন মনে করে স্থানীয়রা। (ছবি ও তথ্য সংগ্রহে : এম.ডি বুলবুল )