মো. আলামিন খাঁন, ক্রাইম রিপোর্টার (খুলনা )
গত ২৮ নভেম্বর বুধবার সকাল ৮টার দিকে বাগেরহাট শরণখোলা থেকে প্রকাশিত সাপ্তাহিক বণাঞ্চল পত্রিকার সম্পাদক মো.শহীদুল ইসলাম সহ ৫জন কে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। অন্যনাদের মধ্যে শহীদুল ইসলামের স্ত্রীও আহত হন। আহতদের আশংকা জনকবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিয়ে হরিনাটানা থানার এস আই রোধন চন্দ্র বিশ্বাস সিআইএনটিভি২৪ কে জানান, আমরা এ ধরনের একটি ঘটনা শুনেছি এবং খুলনার বাগমারা এলাকায় ওই ঘটনাস্থল পরিদর্শন করেছি। সূত্রে জানাযায়, মূলত জমি জমা সংক্রান্তের বিরোধ নিয়ে এ হামলা ঘটে। তবে আহত মিনারা বেগম জানান, মোশারফ ও আনোয়ারের নেতৃত্বে দূর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাদের উপর এলোপাতাড়ি কোপ সহ বেধড়ক মারপিট করে। বিষয়টি নিয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে শেষ খবর পাওয়া পর্যন্ত জানাযায়।