খুলনায় দিন দিন এইচ আইভি রোগির সংখ্যা বাড়ছে

488

আবু দাউদ ইমরান, সি আই এন টিভি ২৪ ডেক্স  :
আজ বিশ্ব এইডস দিবস অনুষ্ঠিত হয় । সারাদেশে ন্যায় খুলনা মেডিকেল কলেজ হাসাপাতাল কর্তৃপক্ষের উদ্যেগে  সকাল ১০টায় র‌্যালি ও আলোচনসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ববধায়ক এ.টি.এম মোর্শেদ বলেন, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় আওতাধিন জাতীয় এইডস / এসটিডি প্রোগ্রাম এবং ইউনিসেফ এর কারিগড়ি ও আর্থিক সহযোগিতায় গত ১৫নভেম্বও ১০১৭ তারিখ থেকে স্টেনদেনিং অফ এইচ আইভি সার্ভিসেস প্রকল্পে আওতায়  Prevention of Mother of child Transmission of HIV (PMTC)   সেবা চালু করা হয়েছে। উল্লেখ্য, এ প্রকল্পের মূল উদ্দেশ্যে হলো এইচ আইভি সংক্রমিত মা থেকে শিশুর এইচ আইভি সংক্রামন প্রতিরোধ করা । এই প্রকল্পে গত ১৫ নভেম্বর ২০১৭থেকে অক্টোবার ২০১৮ পর্যন্ত ৬২৬৯ জন গর্ভবতী / গর্ভত্তর মায়েদের এইচ আইভি পরীক্ষা করার মাধ্যমে মোট ৩ জন্য এইচ আইভি সংক্রমিত পাওয়া গেছে । তার মধ্যে ২জন এইচ আইভি সংক্রমিত মাকে ও ১ জন সংক্রমিত শিশু পাওয়া যায়।
তথ্যমতে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এ আরটি সেন্টার থেকে এইচ আইভি সংক্রমিত ব্যক্তিদের সেবা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত এ আরটি সেনটার থেকে এইচ আইভি সংক্রমিত ২১২ জনকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। গত নভেম্বর ২০১৭ থেকে অক্টোবার ২০১৮ পর্যন্ত এআরটি সেন্টারে মোট ১০৬১ জনকে এইচ আইভি পরীক্ষা করা হয়। তার মধ্যে ৩৬ জন ব্যক্তিকে এইচ আইভি সংক্রমিত ব্যক্তিদের চিহ্নিত করা হয়। নভেম্বর ২০১৭ থেকে অক্টোবার ২০১৮ পর্যন্ত এ রোগে মারা যায় ৮জন। খুমেক থেকে দেশের খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ্ , চুয়াড্ঙ্গাা, মাগুড়া, গোপালগঞ্জ, ফরিদপুর, বরগুনা, ও পিরোজপুর জেলাসমুহ থেকে মোট ২১২ জন রোগিকে নিয়মিত চিকিৎসা সেবা দেওয়া হয়।
কথা হয় স্টেনদেনিং অফ এইচ আইভি সার্ভিসেস প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মোল্যা মো.নুরুল আসলামের সাথে । তিনি জানান, এইচআইভি প্রতিরোধে সকলকে একযোগে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
খুমেক তত্বাবধায়ক ডাঃ এটিএম মোর্শেদ সিআইএনটিভি২৪কে বলেন, গত এক বছরে ৪৪ জন এইচ সংক্রমিত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে। সকলের উচিত সচেতনতার স্বার্থে নিজ উদ্যেগে এইচ আইভি পরীক্ষ করিয়ে নিতে হবে। অন্যদিকে এইচ আইভি প্রতিরোধে গনসচেতনতা সৃষ্টি করতে হবে।