খুলনায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর জামাতা গুলিবিদ্ধ

556

খুলনায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের জামাতা বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার ডিজিএম প্রভাস চন্দ্র দত্ত (৫০) গুলিবিদ্ধ হয়েছেন।

গতকাল  শুক্রবার  রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর বকশীপাড়া বাইলেনের নিজ বাসভবনে ডুকে সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, প্রভাস চন্দ্রের ডান দিকের পেটে গুলি লেগেছে। তার এখন অপারেশন চলছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনা (মিডিয়া এন্ড কমিউনিটি পুলিশং) সোনালী সেন বলেন, জানা গেছে প্রভাস চন্দ্রকে তার নিজ বাসায় সন্ত্রাসীরা ডুকে গুলি করে পালিয়ে গেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সন্ত্রাসীদের পরিচয় জানা যায় নি বলে জানান সোনালী সেন।

জানা গেছে, চিত্বরঞ্জন দত্তের ছেলে প্রভাস দত্ত নিজ বেট রুমে অবস্থানকালে একজন মুখোশধারী সন্ত্রাসী তার পেটের ডান দিকে গুলি করেন। গুলি লেগে তিনি মাটিতে লুটিয়ে পড়লে মুখোশধারী বাড়ির লোকদের পিস্তল ঠেকিয়ে পালিয়ে যায়। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ খুলনা-৫ আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে নির্বাচন করবে।

মন্ত্রীর জামাতার গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে দ্রুত খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হুমায়ুন কবীর, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল উদ্দিন, খুলনা জেলা পলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ হাসপাতালে ছুটে যান।

সূত্র :আমাদের  খুলনা \ ছবি  :  সাংবাদিক  আ:  রাজ্জাক এর ফেসবুক  ওয়াল থেকে সংগৃহীত