কাজী ইনামুল হক:
সুজন কতৃক”সুজন সভা” গতকাল বিকাল সাড়ে চারটায় খালিশপুর ক্রিসেন্ট সি,বি,এ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সুশাসনের জন্য নাগরীক”সুজন”মহানগরশাখা কতৃক আয়োজিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮-এ সুজন এর পক্ষ থেকে অবাধ নিরপেক্ষ নির্বাচন পর্যাবেক্ষন কমিটি করা হয় এবং আগামী ১৫ই ডিসেম্বর খালিশপুর পিপলস মাঠে খুলনা ৩ নং আসনে অংশগ্রহণকারী সকল প্রার্থীর সাক্ষাতকার অনুষ্ঠানের আয়োজন করা হয়।