ইসলামের শত্রুদের লক্ষ্য ছিলাম: জাকির নায়েক

457

মালয়েশিয়ায় অবস্থানরত ইসলাম ধর্মের প্রচারক জাকির নায়েক বলেছেন, আমি ভারতের কোনো আইন ভঙ্গ করিনি। আমি ইসলামের শত্রুদের লক্ষ্য ছিলাম। আর এ কারণেই আমাকে বিতাড়িত করা হয়েছে।

৫৩ বছর বয়সী এ ধর্মপ্রচারক অর্থপাচারসহ ভারতের ঘৃণামূলক বক্তব্যের মুখোমুখি হচ্ছেন।

শনিবার উত্তর মালয়েশিয়ার পেরিলরাজ্যের কাঙ্গারে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাকির নায়েক বলেন, আমি কোনো ভারতীয় আইন ভঙ্গ করিনি। আমার অপরাধ ছিল-আমি ইসলাম ও শান্তির কথা প্রচার করছিলাম। আমি মানবজাতির বিভিন্ন সমস্যা ও প্রশ্নের সমাধান দিচ্ছিলাম।

তবে যারা চায় না যে, মানুষ শান্তিতে থাক, তারা আমাকে পছন্দ করত না। আর সেসব মানুষেরই লক্ষ্য ছিলাম আমি। যে কারণে আমাকে সেখান থেকে মিথ্যা অপবাদ দিয়ে তাড়ানো হয়েছে, বলেন তিনি।

কাঙ্গারে বক্তব্যকালে ইসলামের মৌলিক শিক্ষা অনুসরণ করার জন্য নায়েক নিজেকে মৌলবাদী বলে বর্ণনা করেছেন।

তিনি বলেন, আমি একজন মুসলিম হিসেবে নিজেকে মৌলবাদী বলে গর্ব করি।