ভুয়া সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালে ব্যবস্থা নেওয়া হবে : ইসি সচিব

659

আজ নির্বাচন কমিশনে বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠানের বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি শুরু করা হয়েছে । প্রশাসন ইতিমধ্যে ২৪ ঘণ্টা সামাজিক মাধ্যম তদারকি শুরু করেছে। আমরাও আগামীকাল সোমবার থেকে মনিটরিং করব। এ জন্য আইসিটি কর্মকর্তাদের সমন্বয়ে একটি নিজস্ব তদারকি দল করা হবে। এরাও অন্যদের পাশাপাশি কাজ করবে।’ তিনি বলেন, ‘সামাজিক মাধ্যম যেন নির্বাচনকেন্দ্রিক অপব্যবহার না হয়, কোনো অপপ্রচার যেন কেউ না চালাতে পারে। কেউ যদি অপপ্রচার চালায় তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে আমরাও দেখব, ওরাও দেখবে। ডিজিটাল সিকিউরিটি আইন ও অন্যান্য আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

হেলাল উদ্দিন আরও বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি কেউ যেন নির্বাচন নিয়ে কোনো ভুয়া সংবাদ বা খবর প্রকাশ না করতে পারে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে কেউ যাতে মিথ্যা নিউজ না করে। কেউ তা করলে আমরা ব্যবস্থা নেব।’